সময়ের জনমাধ্যম

লা লিগা শিরোপার কাছাকাছি বার্সা

লা লিগার শিরোপা লড়াইয়ে প্রতিটি ম্যাচ যেন একেকটি ফাইনাল। সামান্য ভুল করলেই পা পিছলে যাবে এই দৌড় থেকে। তেমনই এক ম্যাচে মঙ্গলবার রাতে মায়োর্কাকে ১–০ গোলে হারিয়েছে বার্সেলোনা। তাদের জয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে জয়সূচক গোলটি করেন দানি ওলমো।

এই জয়ের ফলে তালিকার দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেছে বার্সা। তবে বুধবার রাতে হেতাফের বিপক্ষে জয় পেলে আবারও সেই ব্যবধান চার পয়েন্টে নামিয়ে আনতে পারবে রিয়াল মাদ্রিদ। এবারের লিগ শিরোপার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়াল–বার্সার মধ্যে আগামী ১১ মে। এল ক্লাসিকোতে সেদিন একে অপরের মুখোমুখি হবে তারা।

ওই ম্যাচ জিতলে বার্সার শিরোপা একরকম নিশ্চিত হয়ে যাবে। রিয়াল যদি জেতে, তাহলে তারা বার্সার সঙ্গে লড়াইটা শেষ পর্যন্ত জমিয়ে রাখতে পারবে। তবে এল ক্লাসিকোর ওপর মনোযোগ দিলেই অবশ্য চলবে না। বাকি ম্যাচগুলোতে জয় যেন কোনোভাবে হাতছাড়া না হয়, সেটিও নিশ্চিত করতে হবে দুই দলকে।

রিয়াল যদি আজ রাতে হেতাফে ও ৪ মে সেল্তা ভিগোর বিপক্ষে জেতে, তবে তাদের পয়েন্ট হবে ৩৪ ম্যাচে ৭৫। অন্যদিকে বার্সা যদি ৩ মে ভায়াদোলিদকে হারায়, তবে তাদের পয়েন্ট ৩৪ ম্যাচে ৭৯। অর্থাৎ এল ক্লাসিকোতে সেই ৪ পয়েন্টে এগিয়ে থেকেই রিয়ালের মুখোমুখি হবে তারা।

আর ঘরের মাঠে রিয়ালকেও যদি হারাতে পারে, তবে ৩৫ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৮২, যা তাদের এগিয়ে দেবে ৭ পয়েন্ট। এরপর ১৫ মে কাতালান ডার্বিতে বার্সা মুখোমুখি হবে এস্পানিওলের। সেদিনও যদি বার্সা জেতে, তবে তাদের পয়েন্ট হবে ৩৬ ম্যাচে ৮৫।

সেই জয়ের পর আর কোনো হিসাব ছাড়াই শিরোপা নিশ্চিত করবে হান্সি ফ্লিকের দল। অর্থাৎ লা লিগায় পরবর্তী ৩ ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হবে বার্সার। আর রিয়াল যদি এর মধ্যে নিজেদের অন্য ম্যাচগুলোয় হোঁচট খায়, তবে বার্সার শিরোপা নিশ্চিত হতে পারে আরও আগে।

গতকাল রাতে বার্সার ন্যূনতম ব্যবধানের জয় অবশ্য ম্যাচের সঠিক চিত্র তুলে ধরতে পারছে না। মায়োর্কার বিপক্ষে ঘরের মাঠে বার্সা ৭৮ শতাংশ বল দখল রেখে সব মিলিয়ে শট নিয়েছিল ৪০টি। ১২টি ছিল লক্ষ্যে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটির বেশি গোল পায়নি কাতালান ক্লাবটি।অন্যদিকে ২২ শতাংশ বলের দখল রাখা মায়োর্কা ৪টি শট নিলেও কোনোটিই লক্ষ্যে ছিল না। তবে প্রথমার্ধের শেষ দিকে অবশ্য বার্সার জালে ঠিকই বল জড়িয়েছিল মায়োর্কা, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল।

ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘৪০টি শট ছিল। সব হয়তো লক্ষ্যে ছিল না, কিন্তু ৪০ শট অবিশ্বাস্য! যেভাবে আমরা খেলেছি, খুবই ভালো ছিল। আমরা অনেক সুযোগ সৃষ্টি করেছি। অবশ্যই আমরা মিস করেছি, কিন্তু গোলও খাইনি। আজ আমরা যেভাবে খেলেছি, সেটা প্রশংসা করার মতোই।’