করাচি কিংসের জার্সিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাঠ মাতানোর স্বপ্ন নিয়ে উড়াল দিয়েছিলেন বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার লিটন দাস। সেখানে এই তারকাকে উষ্ণ অভ্যর্থনাও দেয়া হয়েছিল। তবে, ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ, মাঠে নামার আগেই থমকে গেছে লিটনের পিএসএল যাত্রা।
অনুশীলন চলাকালীন আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশি ওপেনার। ফ্র্যাকচার ধরা পড়ায় অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে লিটন নিজেই এই অপ্রত্যাশিত খবর জানিয়েছেন। লিটন লিখেছেন, ‘করাচির কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘শুনেছি লিটন আঙুলে ব্যথা পেয়েছে। দেশে ফেরার পর দেখে তারপর বলতে পারব কী অবস্থা।’
এইবারের পিএসএলের নিলামে লিটন দাসকে দলে নিয়েছিল করাচি কিংস। এর আগে আইপিএল এবং এলপিএলে খেললেও এই প্রথমবার পিএসএলের মঞ্চে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। পুরো টুর্নামেন্টের জন্যই বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন।
এবারের পিএসএলে লিটন দাস ছাড়াও বাংলাদেশের আরও দুজন ক্রিকেটার দল পেয়েছেন। ইতোমধ্যেই লাহোর কালান্দার্স শিবিরে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলার পর পেশোয়ার জালমিতে যোগ দেবেন গতি তারকা নাহিদ রানা। আগামী ২০ এপ্রিল শুরু হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ।