বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন তাসকিন


জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগকারী সিফাতুর রহমান সৈকত রাজধানীর মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন তাসকিন। তিনি জানিয়েছেন, দুই বন্ধুর মধ্যকার ঝগড়ায় অপ্রাসঙ্গিকভাবে তার নাম জড়িয়ে দেওয়া হয়েছে।
ঘটনার প্রেক্ষাপটে তাসকিন বলেছেন, ‘এটা আসলে একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল অন্য জনের। বাকি দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সাথে কোনো ঝগড়াই হয়নি ওর।’
বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর বিসিবির নজরেও এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার আহমেদ মিঠু এ প্রসঙ্গে বলেন, ‘তাসকিন দাবি করেছে অভিযোগ পুরোপুরি মিথ্যা। তাকে এখানে জড়ানো হয়েছে। আর ঘটনা স্টেডিয়ামের বাইরে ঘটেছে। ওর ব্যক্তিগত জীবনের ঘটনা। খেলার মধ্যে কোনো ঘটনা হলে আমাদের তাতক্ষণিকভাবে কিছু করার থাকতো।’
তিনি আরও যোগ করেন, ‘থানায় অভিযোগ হয়েছে। তারা তদন্ত করে বের করবে। আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই। তদন্তে কিছু বের হয়ে এলে আমরা পদক্ষেপ নিতে পারব। বোর্ড এবং ক্রিকেট অপারেশন্সও এই বিষয়ে একই অবস্থানে আছে।’