সময়ের জনমাধ্যম

টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে টাইগাররা

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। লাহোরের প্রচণ্ড গরম মাথায় রেখেই ব্যাটিংয়ের স্বীদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

এ ম্যাচে খেলতে পারছেন না আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। গত মঙ্গলবার টাইগার শিবিরে বড় ধাক্কা হয়ে আসে শান্তর ইনজুরির খবর। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ফর্মের তুঙ্গে থাকা এ ব্যাটার। শান্ত বাদ পড়ায় দলে যুক্ত হয়েছেন লিটন দাস।

অন্যদিকে, একদিন আগেই একাদশ ঘোষণা করে করে স্বাগতিক পাকিস্তান। পাক একাদশেও আছে এক পরিবর্তন। স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের পরিবর্তে একদাশে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ।

আজকে বাংলাদেশ একাদশঃ

নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশঃ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদ

Comments are closed.