যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও দু’জনের মৃত্যু


উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে জারিফ ফারহান (১৩) এক শিক্ষার্থী মারা গেছে। সে স্কুলের সপ্তম শ্রেণির ইংরেজি ভার্সনের শিক্ষার্থী ছিল। অন্যজনের নাম মাসুমা (৩২)। তিনি ওই স্কুলে অফিস সহায়ক হিসেবে কাজ করতেন।
শনিবার সকাল সোয়া নয়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় জারিফ মারা যায়। এর কিছুক্ষণ পরে মাসুমার মৃত্যু খবর জানানো হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, জারিফের শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। সংকটজনক অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। অন্যদিকে, মাসুমার শরীরের ৯০ শতাংশ বার্ন ইনজুরি ছিল।
ডা. শাওন আরও বলেন, ‘এ নিয়ে বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে ইনস্টিটিউটে ১৭ জনের মৃত্যু হলো।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মোট মৃত্যু ৩৫ জনে দাঁড়িয়েছে। বর্তমানে বার্ন ইউনিটে ভর্তি আছে ৩৯ জন। যাদের মধ্যে চারজন এখনো আইসিইউতে সংকটজনক অবস্থায় আছে।’
মৃত জারিফের বাবা মো. হাবিবুর রহমান জানান, তাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায়। পরিবার নিয়ে উত্তরায় থাকেন হাবিবুর রহমান। তার দুই ছেলেমেয়ের মধ্যে জারিফ ছোট।