সময়ের জনমাধ্যম

ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হলেন কার্লো আনচেলত্তি

প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। সোমবার এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, আনচেলত্তি ব্রাজিলের পরবর্তী ম্যাচ থেকে দায়িত্ব নেবেন। তার সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে।

ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, সিবিএফের বিবৃতিতে বলা হয়েছে, ২৫ মে কার্লো আনচেলত্তি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের লিগ ম্যাচ শেষে মাদ্রিদ ছাড়বেন। এরপর ২৬ মে থেকে তিনি ব্রাজিল জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন।

কার্লো আনচেলত্তিকে কোচ করার বিষয়ে সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ বলেন, ‘কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচের দায়িত্বে আনা কেবলমাত্র কৌশলগত পদক্ষেপের চেয়েও বেশি কিছু। এটি বিশ্বের কাছে একটি বার্তা যে, আমরা শীর্ষস্থান পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর। তিনি ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কোচ এবং এখন তিনি গ্রহের সর্বশ্রেষ্ঠ দলকে নেতৃত্ব দেবেন। একসাথে, আমরা ব্রাজিলিয়ান ফুটবলে নতুন গৌরবময় অধ্যায় লিখবো।’

ব্রাজিল আগামী ৬ জুন বাংলাদেশ সময় সকাল ৫টায় ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। কার্লো আনচেলত্তি ওই ম্যাচ দিয়ে ব্রাজিলের ডাগ আউটে দাঁড়াবেন। ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে পরের ম্যাচ খেলবে সেলেসাওরা।

কার্লো আনচেলত্তি ইতালির হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন রোমা ও এসি মিলানের মিডফিল্ডার। এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়াও কোচ হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগা, ইতালির সিরি আ’, জার্মান বুন্দেসলিগা জিতেছেন। ৩০ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম তিনি কোনো জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তির জায়গায় জাবি আলোনসোকে কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে। লিগ মৌসুম শেষে জাবি লস ব্লাঙ্কোসদের দায়িত্ব নেবেন। জুনের ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগ আউটে দাঁড়াবেন। লিগ শেষে ডন কার্লোকে ক্লাব ইতিহাসের অন্যতম সেরা কোচ হিসেবে বিদায়ী সংবর্ধনা দেবে রিয়াল মাদ্রিদ।