গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন।
বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত বরিশালে সবচেয়ে বেশি—৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা মহানগরে ভর্তি হয়েছেন ৯০ জন, ঢাকার অন্যান্য এলাকায় ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহীতে ৩০ জন, ময়মনসিংহে ৯ জন ও রংপুর বিভাগে ৪ জন।
চলতি বছর (২০২৫) এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ২০২৩ সালে এই সংখ্যা ছিল আরও ভয়াবহ—মোট মৃত্যু ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।