যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করায় ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। শনিবার (২ আগস্ট) সকালে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
দেশটির প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এসব বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,
‘শুরুতে তাঁরা শুনেছেন অর্ধশতাধিক ব্যক্তিকে দেশে ফেরত পাঠানো হবে। তবে চূড়ান্তভাবে ৩৯ জনকে ফেরত পাঠানো হলো।’
বিশ্লেষকেরা বলছেন, অভিবাসন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আগ্রাসী অবস্থানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের ওপর চাপ ক্রমেই বাড়ছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই এই নীতিগুলো আরও কঠোরভাবে বাস্তবায়ন শুরু হয়েছে।
এর আগেও একাধিক দফায় বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। তবে এবারের ঘটনা তুলনামূলকভাবে বড় এবং তা ভবিষ্যতের অভিবাসন পরিস্থিতি সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে।
এই ঘটনায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত অন্যান্য অভিবাসী বাংলাদেশিদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে।