৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ


৩৪ বছরে অনেক জল গড়িয়েছে কিন্তু পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। সেই আক্ষেপ ঘুঁচলো ইতিহাসের সবচেয়ে বড় জয় দিয়ে। জেডেন সিলসের ইতিহাস গড়া বিধ্বংসী বোলিং আর শাই হোপের অপরাজিত সেঞ্চুরিতে রেকর্ড জয় পেয়েছে ক্যারিবিয়ানরা।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৯৫ রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় সফরকারী পাকিস্তান।
ইনিংসের প্রথম ওভারেই সাইম আইয়ুব স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। পরের ওভারে আবদুল্লাহ শফিক মিড-অনে গুডাকেশ মোতির হাতে ধরা খান। তৃতীয় উইকেটটি ছিল অসাধরণ! অফস্টাম্পের বাইরের বল হালকা সিম মুভমেন্টে কেবল রিজওয়ানের পেছনে থাকা স্টাম্পের বেল ছুঁয়ে যায়। চতুর্থ উইকেটে বাবর আজম এলবিডব্লিউয়েল ফাঁদে পড়রে পাকিস্তানের পতন তখন সময়ের ব্যাপার হয়ে যায়।
এরপর আর ম্যাচে ফেরার সুযোগই পায়নি পাকিস্তান। সালমান আগা ও হাসান নাওয়াজ কেবল সিঙ্গেলস নেওয়ার চেষ্টা করে যান। স্পিনে মোটি ও চেজ দ্রুত তাদের তুলে নেন। নাসিম শাহ ও হাসান আলিকে ফেরানোর পর রান আউট হয়ে শেষ হয় পাকিস্তানের ইনিংস। ফলে ওয়েস্ট ইন্ডিজের সেরা ওয়ানডে বোলিং রেকর্ড থেকে বঞ্চিত হন সিলস।
পাকিস্তানের মাত্র তিন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেন। দলের হয়ে সালমান সর্বোচ্চ ৩০ রান করেছেন। এছাড়া মোহাম্মদ নাওয়াজ করেন ২৩ রান। ৭.২ ওভার বল করে মাত্র ১৮ রানের খরচায় ৬টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সিলস।
ম্যাচের শুরুতে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৪ বলে সর্বোচ্চ ১২০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন হোপ। ১০টি চার ও ৫টি ছক্কায় সাজানো চিল তার ইনিংস। ২৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গ্রিভস।