সময়ের জনমাধ্যম

৩২৫ গ্রাম গাঁজাসহ রাবি ছাত্রলীগের চার নেতা আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে ৪ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে তাদের আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।

আটককৃতরা হলেন, জোহা হল ছাত্রলীগের উপ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আরিফ বীন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ও ফোকলোর বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র সাইফুল ইসলাম, শের-এ-বাংলা হলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী রাজু আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক ও টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী সোহানুর রহমান। তারা সবাই শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়ার কর্মী বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানা যায়,‌ শেখ রাসেল মাঠে গাঁজা সেবনকালে ৪ জনকে আটক করে প্রক্টরিয়াল বডি। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা আরও ৩২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য প্রক্টরের দপ্তরে নিয়ে যাওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রলীগ নেতা আটকের বিষয়ে রাবি সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আমি এই বিষয়ে অবগত নই। যদি তারা দোষী হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোন মামলা করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।