২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নাম নিবন্ধন করবেন তারেক রহমান

আগামী ২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নাম নিবন্ধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাতের পর সোমবার বিকেলে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন। পরদিন শুক্রবার হওয়ায় তিনি ২৭ ডিসেম্বর (শনিবার) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করবেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে সিইসির সাথে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশন যেভাবে চাইবে, সেভাবে কর্মকর্তাদের নিয়োগ-বদলি এগুলো হয়। আর কিছু কিছু বিধান আছে প্রশাসনিক কাজে তাদের এখতিয়ার থাকে। এক্ষেত্রে আমরা নির্বাচনী পরিবেশ সুস্ঠু থাকুক কামনা করি, আশা করি। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় তারা উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে, মুক্তভাবে ভোট দিবে। আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হবে।
এর আগে বিকেল তিনটার দিকে সিইসির সঙ্গে বৈঠকে করেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈঠকে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।


















