১২ ফেব্রুয়ারির ভোট পর্যবেক্ষণ করবেনা জাতিসংঘ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিখ। সোমবার নিউইয়র্কে জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে তাকে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ভেনেজুয়েলায় আমেরিকায় আগ্রাসনের প্রেক্ষিতে সে প্রসঙ্গ নিয়েই সংবাদ সম্মেলনে আলোচনা হয়েছে বেশি। এরমধ্যে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ নিয়ে তিনটি প্রশ্ন করা হয় দুজারিখকে। প্রথম প্রশ্নটি ছিল আগামী মাসে হতে যাওয়া নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে।
জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না, এমন প্রশ্নে দুজারিখ বলেন, না, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট না থাকলে আমরা… জাতিসংঘ নিজ থেকে পর্যবেক্ষক পাঠাই না। এটা আমরা এখন আর করি না। (বাংলাদেশে) জাতিসংঘের কান্ট্রি অফিস কোনো কারিগরি সহায়তা করছে কি না সেটা আমি আপনাকে জেনে জানাতে পারি, সাধারণত নির্বাচনের ক্ষেত্রে এমন সহায়তা আমরা করে থাকি।’
দ্বিতীয় প্রশ্ন ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরা নিয়ে। বাংলাদেশে গণতন্ত্রের পথে উত্তরণের যাত্রায় তারেক রহমানের ফেরাকে তিনি কীভাবে দেখছেন, এ প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমি সংবাদের বিশ্লেষক নই। সংবাদ বিশ্লেষণ সাংবাদিকদের কাজ। বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও তাদের রাজনৈতিক আকাঙ্খার মাধ্যমে যে নির্বাচন হবে, আমরা তাতে সব উপায়ে সমর্থন দিয়ে যাব।’
তৃতীয় প্রশ্নটি ছিল বেগম খালেদা জিয়ার মৃত্যু সংক্রান্ত। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তাঁর মৃত্যুতে জাতিসংঘের প্রতিক্রিয়া কী ছিল, এ প্রশ্নে দুজারিখ বলেন, ‘স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে আমরা তাঁর পরিবার ও বাংলাদেশের মানুষকে সমবেদনা জানিয়েছি।’


















