১০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের


ইউক্রেন যুদ্ধ বন্ধে অগ্রগতি না হলে আগামী ১০ দিনের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে শুল্কসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুমকি দেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ট্রাম্প বলেছেন, ‘যদি রাশিয়া যুদ্ধ থামাতে না চায়, আমরা শুল্ক আরোপ করব। পুতিন সম্ভবত যুদ্ধ চালিয়ে যেতে চান, কিন্তু আমরা আমাদের দিক থেকে চাপ সৃষ্টি করব।’
তিনি আরও জানান, এক মাস আগে তিনি মস্কোকে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ৫০ দিনের সময়সীমা দিয়েছিলেন। তবে সোমবার স্কটল্যান্ডে ভাষণে তিনি বলেন, এই সময়সীমা এখন কমিয়ে ১০ থেকে ১২ দিনে আনা হয়েছে।
ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এই শুল্ক রাশিয়ার অর্থনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তার যুক্তি, যুক্তরাষ্ট্র নিজস্ব জ্বালানি উৎপাদন বাড়িয়ে বাজারের ওপর এর প্রভাব কমাবে। তিনি বলেন, ‘আমরা আমাদের ঘরেই তেল তুলব, যা দরকার তা করব।’
এর আগে স্কটল্যান্ডে বক্তৃতায় ট্রাম্প জানান, শুধু রাশিয়ার ওপর নয়, রাশিয়ার রপ্তানি করা তেল ক্রয়কারী দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, চলতি সপ্তাহে চীনের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই সেকেন্ডারি নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেছেন। চীন যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায়, তবে তাদের ওপরও উচ্চ শুল্ক আরোপ হতে পারে বলে তিনি জানিয়েছেন।
ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ট্রাম্পের এই হুমকিকে ‘চরম আলটিমেটামের খেলা’ বলে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ‘এ ধরনের আচরণ বিশ্বযুদ্ধের পথ খুলে দিতে পারে।’
ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর হলেও ট্রাম্প বর্তমানে গাজা যুদ্ধ বন্ধেও সমাধান খুঁজছেন। এর আগে তিনি ভারত-পাকিস্তান ও রুয়ান্ডা-কঙ্গোর মধ্যকার দ্বন্দ্ব থামানোর জন্য নিজেকে কূটনৈতিকভাবে সফল দাবি করেছিলেন।