সময়ের জনমাধ্যম

হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন

‘রাজস্বের প্রবৃদ্ধি টেকসই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় হিলি সীমান্তের শুন্যরেখায় ভারতের হিলি কাস্টমস, বিএসএফ ও বিজিবিকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায় কাস্টমস কর্তৃপক্ষ।

পরে দুপুরে হিলি স্থলবন্দরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আন্তর্জাতিক কাস্টমস দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। এছাড়াও হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে বন্দরের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

হিলি স্থল শুল্কস্টশনের উপ-কমিশনার বায়েজিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌর মেয়র জামিল হোসেন, বন্দরের আমদানিকারক, সিআ্যন্ডএফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।