সময়ের জনমাধ্যম

হিলিতে নিম্ন আয়ের মানুষদের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু

দিনাজপুরের হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এই কার্যক্রম শুরু হয়।

এর মাধ্যমে এবার আগের চেয়ে ১৫ টাকা বাড়িয়ে বর্তমানে ৪২০টাকা প্যাকেজ মূল্যে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি বিক্রি করা হচ্ছে।

বাজার মূল্যের চেয়ে কম দামে এসব পণ্য পেয়ে দারুণ খুশি নিম্ন আয়ের মানুষজন। উপজেলায় ১০ হাজার ৫৭১জন কার্ডধারী মানুষের মাঝে সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি করছে টিসিবি।