লাইফ সাপোর্টে টাইগার ক্রিকেটের খান সাহেব তামিম ইকবাল। বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ হার্ট অ্যাটাক হয় তামিমের। ডিপিএলে আজ শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ ছিল তামিমের দল মোহামেডানের। ম্যাচ শুরুর আগে টসেও অংশ নেন। এরপর ম্যাচ শুরু হলেও বুকে ব্যথা অনুভব করায় মাঠ ছেড়ে বেরিয়ে যান তামিম।
বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে ছিল আজকের ম্যাচ। বুকে ব্যথা শুরু হওয়ায় তাকে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়। দ্রুত মাঠে আসে হেলিকলপ্টার। তার অবস্থা বেগতিক হওয়ায় বিকেএসপির কাছাকাছি ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছে তার। তিনি এখন কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন।
মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু জানিয়েছেন, শুরুতে তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হেলিকপ্টারে স্থানান্তর করার মতো শারীরিক উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তামিমের সাথে তার মা ও ভাই আছেন।
তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।
বিসিবির মেডিকেল বিভাগের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই দ্রুত ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা, বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়, যেখানে সামান্য সমস্যা ধরা পড়ে। তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হয় না। ঘণ্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছু জটিলতা বোঝা যাচ্ছিল।’
তিনি আরও জানান, ‘তামিম নিজেই ঢাকায় যেতে চাচ্ছিল, তার কিছুটা অস্বস্তিও হচ্ছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু যখন তিনি হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরছিলেন, তখন আবার বুকে ব্যথা শুরু হয়। এরপর দ্বিতীয়বার হাসপাতালে নেওয়া হলে দেখা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।’
চিকিৎসকরা জানিয়েছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর হাসপাতালে তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। পরীক্ষায় তামিমের হার্টে একটি ব্লক পাওয়া গেছে। চিকিৎসক জানিয়েছেন ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে তার হার্টে রিং পরানো হয়েছে তাকে।