হাদি হত্যাকাণ্ড: ১৭ জনের বিরুদ্ধে ডিবির অভিযোগপত্র দাখিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি করা হয়েছে। মঙ্গলবার অভিযোগপত্র জমা দেয় ডিবি পুলিশ।
বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এ খবর জানান। তিনি বলেন, ‘প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ছিল। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে।’
শফিকুল ইসলাম আরও বলেন, ‘হত্যাকাণ্ডে সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আমরা চার্জশিট জমা দিয়েছি। তাদের মধ্যে ১২ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।’
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালানাকালে গত ১২ ডিসেম্বর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর ফয়সালসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে পল্টন মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে এটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। এরপর মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
অতিরিক্ত কমিশনার শফিকুল বলেন, ‘হাদি একটি বিকল্প রাজনৈতিক আন্দোলনের সূচনা করেছিলেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সরব ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে হত্যা করা হয়েছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ‘ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ডিএনসিসি ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত করেন।’
মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করছে পুলিশ।


















