সৌদি আরবে এক সপ্তাহের দেশব্যাপী অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ২২ হাজার প্রবাসীকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৩ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ২১ হাজার ৯৯৭ জন প্রবাসীকে আটক করা হয়। বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের যৌথ অভিযানে এই ধরপাকড় চালানো হয়েছে।
আটককৃতদের মধ্যে,১৩ হাজার ৪৩৪ জন আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে; ৪ হাজার ৬৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে; এবং ৩ হাজার ৮৬৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় ১ হাজার ৭৮৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬৪ শতাংশ ইথিওপিয়ান ও ৩৫ শতাংশ ইয়েমেনি। অন্যদিকে, অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টাকালে আরও ২৭ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহনের দায়ে সৌদিতে বসবাসরত আরও ১৮ জনকে আটক করা হয়েছে।
বর্তমানে মোট ২৫ হাজার ৪৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে ১৮ হাজার ১৪৯ জনকে দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। এরই মধ্যে ১২ হাজার ৮৬১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, দেশটিতে অবৈধভাবে প্রবেশের ক্ষেত্রে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।