সময়ের জনমাধ্যম

সুষম উন্নয়নে নারী-পুরুষের সমতা অপরিহার্য: জাবি উপাচার্য

সুষম উন্নয়নে নারী-পুরুষের সমতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পাদদেশে অনুষ্ঠিত শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে এমন মন্তব্য করেন জাবি উপাচার্য।

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি শহিদ মিনার থেকে শুরু হয়ে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, সুষম উন্নয়নে নারী-পুরুষের সমতা অপরিহার্য। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন অব্যাহতভাবে বাড়ছে, যা নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক।

তিনি আরও বলেন, ঘরে-বাইরে নারী-পুরুষের পারস্পরিক সহযোগিতা, উভয়েরই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তিনি নারী-পুরুষ মিলেমিশে দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান জানান।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা ফাহলিজা বেগম।