সুনামগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সাজিদুর রহমান (৪০) নামের এক মসজিদের ইমামকে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক করেছে পুলিশ।
সোমবার দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে তাকে আটক করা হয়।
এর আগে সোমবার সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের দ্বিতীয় তলায় এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন।
পুলিশ ও স্থানীয় জানায়, সকালে শিশুটি আরবি শিখতে মসজিদে আসে। একপর্যায়ে ইমাম সাজিদুর রহমান শিশুটিকে দ্বিতীয় তলায় ইমামের থাকার ঘর ঝাড়ু দেওয়ার জন্য পাঠান। পরে একা পেয়ে ইমাম নিজের কক্ষে শিশুটিকে ধর্ষণ করেন।
এ ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে জানায়। পরে তার মা থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে ওই ইমামকে আটক করে।
আটক সাজিদুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমি মাদরাসার শিক্ষক।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে যাই এবং তৎক্ষণাৎ অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইমামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।