সময়ের জনমাধ্যম

সুনামগঞ্জে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত স্মৃতিফলকে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহ্‌সান শাহ ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।