সুদানে সেনাবাহিনীর অনুষ্ঠানে ড্রোন হামলা


সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণ-পূর্বে অবস্থিত তামবুল শহরে সেনাবাহিনীর অনুষ্ঠানে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (১৩ আগস্ট) এই হামলার ঘটনা ঘটে। দুই প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।
তামবুলের এক বাসিন্দা জানিয়েছেন, শহরের কেন্দ্রীয় চত্বরে শত শত মানুষ সেনাবাহিনীর অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন। এ সময় হঠাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়।
আলজাজিরা রাজ্যে গত কয়েক মাসের মধ্যে এটিই প্রথম এ ধরনের হামলা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সেনাবাহিনী কিংবা তাদের প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ), কোনো পক্ষই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আলজাজিরা রাজ্য একসময় সুদানের প্রধান কৃষিকেন্দ্র ছিল। গত জানুয়ারিতে সেনাবাহিনী আরএসএফের কাছ থেকে এলাকাটি পুনর্দখল করার পর থেকে এটি তুলনামূলকভাবে শান্ত ছিল। একই ধরনের পাল্টা অভিযানে সেনারা মার্চে রাজধানী খার্তুমও পুনর্দখল করে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, জানুয়ারি মাস থেকে আলজাজিরায় প্রায় ১০ লাখ মানুষ নিজেদের বাড়িতে ফিরে এসেছে।
বুধবারের এই অনুষ্ঠানে সুদান শিল্ড ফোর্সেসের কমান্ডার আবু আকলা কাইকাল-এর উপস্থিত থাকার কথা ছিল। এই সশস্ত্র গোষ্ঠীটি বর্তমানে সেনাবাহিনীর পক্ষে থাকলেও, এর আগে উভয় পক্ষের হয়ে লড়াই করার সময় তাদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ উঠেছিল।
২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে এই যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বর্তমানে সেনাবাহিনী মধ্য, উত্তর ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে, আর আরএসএফ পশ্চিমের প্রায় সব এলাকা এবং দক্ষিণের কিছু অংশ নিজেদের দখলে রেখেছে।