সীমান্তে ভারত-পাকিস্তান সংঘর্ষ, নিহত এক ভারতীয় সেনা


ভারত-পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়েছে। কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে, যাতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সামরিক সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে।
কাশ্মীরের পহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর দুই দেশের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের মধ্যে চলমান কথার লড়াইয়ের মধ্যেই এই ঘটনা ঘটল।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীর মদদপুষ্ট সন্ত্রাসীরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে এই গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, এটি কোনো সাধারণ অনুপ্রবেশের চেষ্টা ছিল না। কারণ, অনুপ্রবেশকারীরা সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর সহায়তা পেয়েছিল। সাধারণত এ ধরনের অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম করে থাকে।
ভারতীয় সেনারা অনুপ্রবেশের চেষ্টার জবাব দিলে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং এক ভারতীয় সেনা নিহত হন। যদিও ভারতীয় সেনাবাহিনী অনুপ্রবেশের এই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে, তবে খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এবিষয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।