সময়ের জনমাধ্যম

সিলেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়ক ইকরাম চৌধুরীর মৃত্যু

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান টেস্ট সিরিজে অপ্রত্যাশিত শোকের ছায়া নেমে এসেছে। স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়ক (সিকিউরিটি কো-অর্ডিনেটর) মো. ইকরাম চৌধুরী (৪৮) কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২৩ এপ্রিল) সকালে যখন স্টেডিয়ামে কর্মব্যস্ততা শুরু হচ্ছিল, ঠিক তখনই ইকরাম চৌধুরী অসুস্থবোধ করেন। সকাল ৮টার দিকে দায়িত্ব পালনকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবিলম্বে বিসিবির চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে দ্রুত সিলেটের আল হারামাইন হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও হাসপাতালেই একাধিকবার হার্ট এটাক হওয়ায় পর দুপুর ১২টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিলেট নগরীর পূর্ব পীর মহল্লার বাসিন্দা ইকরাম চৌধুরী দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সাথে নিবিড়ভাবে জড়িত ছিলেন। ২০০৯ সাল থেকে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হন এবং ২০১৪ সাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসার হিসেবে অত্যন্ত বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। খেলা শুরুর পূর্বে মাঠ ও এর সংলগ্ন এলাকা বোম্ব স্কোয়াড দিয়ে সুইপিং করানো ছিল তার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।

ঘটনার আকস্মিকতা ও গভীরতা বর্ণনা করতে গিয়ে স্টেডিয়ামের সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান অনি বলেন, “সকালে তিনিই স্টেডিয়ামে সবার আগে আসেন। বোম্ব স্কোয়াড নিয়ে সুইপিংয়ের কাজ শুরু করেন। কাজ চলার সময় গাড়ি চালাতে চালাতে সহকর্মীদের বলেন শরীরটা খারাপ লাগছে। কিছুক্ষণ পর জানতে পারি, তার শারীরিক অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “আমি গিয়ে দেখি, তার শরীর ঠান্ডা হয়ে আসছে। তিনি নিজেই বলেন—বুকে জ্বালা করছে। দ্রুত বিসিবির চিকিৎসককে খবর দিই। তাকে সিসিইউতে নেওয়া হয়, পরে আইসিইউতেও রাখা হয়। মাঝে কথা বলছিলেন, ইনজেকশনও দেওয়া হয়। কিন্তু একপর্যায়ে পরপর কয়েকবার হার্ট অ্যাটাক হয়ে তিনি চলে যান।”

ইকরাম চৌধুরীর এই অপ্রত্যাশিত প্রয়াণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাৎক্ষণিকভাবে গভীর শোক প্রকাশ করেছে। বোর্ডের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়েছে, ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়ক ইকরাম চৌধুরী ইকরামের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোকাহত।’

ইকরাম চৌধুরীর কর্মনিষ্ঠা ও পেশাদারিত্ব ক্রিকেট অঙ্গনে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সিলেট স্টেডিয়ামের কর্মী ও ক্রিকেট অনুরাগীরা।