সময়ের জনমাধ্যম

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের নয় নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জে নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতের নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে এনায়েতপুর থানা পুলিশ। শনিবার দুপুরে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার রাতে জেলার এনায়েতপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয়, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক রঞ্জু, থানা বিএনপি নেতা শামসুল, মনসুর আলী, খুকনী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মজনু ও সেলিম, থানা জামায়াত নেতা ইদ্রিস আলম ও আব্দুল্লাহ।

এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের করা একটি মামলার পরোয়ানা ছিল। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।