সময়ের জনমাধ্যম

সিরাজগঞ্জে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

সিরাজগঞ্জের চৌহালীতে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন চৌবাড়িয়া কারিগরি কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও খাদিজা খাতুন। 

রোববার চৌহালী মুঞ্জুর কাদের কারিগরি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। চৌহালী মুঞ্জুর কাদের কারিগরি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ আহসান হাবিব দুলাল মিয়া জানান, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএম শাখার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে হল পরিদর্শক ওই দুই পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের সময় হাতে নাতে ধরে তাদের বহিষ্কার করেন।

এছাড়া পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে অর্ধশতাধিক মোবাইল ফোন পাওয়া গেছে।