মিসেস ইউনিভার্স অফিসিয়াল থেকে বেস্ট ফ্যাশন ডিজাইনার-,২০২২ পুরষ্কার পেয়েছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি তাম্মি পারভেজ। গত ৪ ডিসেম্বর বিকেলে রোজহিল গার্ডেন সিডনির গ্র্যান্ড প্যাভিলিয়নে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মিসেস ইউনিভার্স অফিসিয়াল এর সিইও মেরিরোজ সালুব্রের তাম্মি পারভেজের হাতে এই মর্যাদাপূর্ণ সম্মাননা তুলে দেন। ফ্যাশন শো এর জন্য তিনি ডিজাইনার হিসেবে সব মডেলদের পোশাকগুলো ডিজাইন করেছিলেন।
সিডনির বেস্ট ফ্যাশন ডিজাইনার তাম্মি
নাইম আবদুল্লাহ, সংবাদ মুহূর্ত, অস্ট্রেলিয়া।
Article Updated: December 7, 2022
Comments Off on সিডনির বেস্ট ফ্যাশন ডিজাইনার তাম্মি

Post navigation
Posted in: