আগামীকাল (১৫ আগস্ট) সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটান যাচ্ছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। এর আগে আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষণা করেছে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড।
গত বছরের অনূর্ধ্ব-১৬ সাফে খেলা ১৫ জনই রয়েছেন এই দলে। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন রিয়া, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনি চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা ও আমেনা খাতুন। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অর্পিতা বিশ্বাস।
জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার বর্তমানে ছুটিতে থাকায় অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে ভুটানে যাচ্ছেন কোচ মাহবুবুর রহমান।
বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল, এই চার দেশ নিয়ে আগামী ২০ থেকে ৩১ আগস্ট থিম্পুতে হবে এই আসর। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।
২০ আগস্ট ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২২ আগস্ট প্রতিপক্ষ ভারত। ২৪ ও ২৭ আগস্ট দুই ম্যাচে মুখোমুখি হবে নেপালের সঙ্গে। ২৯ আগস্ট আবার ভুটান এবং ৩১ আগস্ট ভারতের বিপক্ষে মাঠে নামবে মেয়েরা। সব ম্যাচই অনুষ্ঠিত হবে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে।
এই প্রতিযোগিতায় সাতবার অংশ নিয়ে দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ, বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী ভারতও জিতেছে সমসংখ্যক ট্রফি। প্রথম চার আসর হয়েছিল অনূর্ধ্ব-১৫ পর্যায়ে, পরে ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ ও ২০২৪ সালে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে আয়োজিত হয় এই সাফ আসর।
ইয়ারজান বেগম, মেঘলা রানী, মমিতা খাতুন, শিউলি রায়, তানিয়া আক্তার, অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), ফাতেমা আক্তার, উম্মে কুলসুম, আরিফা আক্তার, মোসাম্মত আলমিনা, রেশমি আক্তার, থুইনুয়া মারমা, সুরভী আকন্দ, ক্রানুচিং মারমা, রিয়া, আলফি আক্তার, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনি চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা, আমেনা খাতুন।