বাংলার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান টি–টোয়েন্টি ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁলেন ৭০০০ রান ও ৫০০ উইকেটের ডাবল।
রোববার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে খেলা ম্যাচে এই মাইলফলকে পৌঁছান সাকিব। ম্যাচের ১৫তম ওভারে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের উইকেট নিয়ে টি–টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মালিক হন সাকিব।
এর আগে চারজন বোলার (রশিদ খান ৬৬০, ডোয়াইন ব্রাভো ৬৩১, সুনিল নারাইন ৫৯০ ও ইমরান তাহির ৫৫৪) ছুঁয়েছেন টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলক। কিন্তু ব্যাট হাতে তাদের কেউই ৭০০০ রানের মাইলফলকে পৌঁছাতে পারেননি।
একমাত্র সাকিব আল হাসানই এখন বিরল এই ক্লাবের একমাত্র সদস্য। তার ৭৫৭৪ রানের পাশে শোভা পাচ্ছে ৫০২ উইকেট। ডোয়াইন ব্রাভো সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন, তবে ক্যারিয়ার শেষ করেছেন ৬৩১ উইকেট ও ৬৯৭০ রান নিয়ে। আন্দ্রে রাসেলও কাছাকাছি, তার সংগ্রহ এখন ৯৩৬১ রান ও ৪৮৭ উইকেট।
এদিন সাকিবের বোলিং তোপে ১৩৩ রানে তেমে যায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ১৯.৪ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। বোলিংয়ের পর ব্যাট হাতেও ১৮ বলে ২৫ রান করেন সাকিব। হাঁকিয়েছেন দুটি ছক্কা ও একটি চার। ম্যাচসেরার পুরস্কারওটি এদিন উঠেছে সাকিবের হাতে।