সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টায় সেখানে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত ৩টা থেকে নদী এলাকায় তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসসহ দেড়তাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, বর্তমানে সীমিত সংখ্যক ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। মাঝ নদীতে আটকা পড়ার দুটি ফেরি ঘাটে এসেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, মধ্যরাত থেকেই কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে নদী পথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় নৌ দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন পারের অপেক্ষায় থাকে। সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার শুরু হয়। ঘাটে আটকে থাকা যানবাহন গুলো দ্রুত পারাপারের চেষ্টা চলছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোটবড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে।

















