সময়ের জনমাধ্যম

সাংবাদিকতায় আমাদের অঙ্গীকারের ঘাটতি আছে

বাংলাদেশের সংবাদমাধ্যমের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সহসভাপতি নূরুল কবীর এবং বণিক বার্তা সম্পাদক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। সাক্ষাত্কার নিয়েছেন সোহরাব হাসান ও রাফসান গালিব

এই মুহূর্তে বাংলাদেশে সংবাদপত্র তথা সংবাদমাধ্যমের চ্যালেঞ্জগুলো কী?

দেওয়ান হানিফ মাহমুদ: আমাদের সাংবাদিকতার একটা গৌরবের ইতিহাস আছে। পাকিস্তান আমলে এটি জাতিরাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় রূপ নেয়। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় পর্যন্ত যে সাংবাদিকতা ছিল; এখনকার সাংবাদিকতা তা থেকে অনেকটা ভিন্ন। সারা বিশ্বেই সাংবাদিকতা এখন চ্যালেঞ্জের মুখে। আমাদের এখানে মুদ্রিত পত্রিকা, টেলিভিশন ও অনলাইন পোর্টাল সংখ্যায় অনেক বেড়েছে। এত সংবাদমাধ্যম পৃথিবীর আর কোনো দেশে আছে কি না সন্দেহ। কিন্তু সাংবাদিকতার মূল কাজ যে ক্ষমতাবানদের প্রশ্ন করা, সেই ক্ষমতা মোটেই বাড়েনি। খুবই কমসংখ্যক সংবাদমাধ্যম সঠিক তথ্য তুলে ধরতে পারছে। সাংবাদিকতায় বলিষ্ঠ নেতৃত্বের ঘাটতি রয়েছে। একজন দক্ষ ও সাহসী সম্পাদকই সংবাদপত্রকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে এগিয়ে নিয়ে যান এবং সাংবাদিকতার অঙ্গীকার পূরণে ভূমিকা রাখেন।