সমঝোতা ছাড়াই শেষ ট্রাম্প-পুতিন বৈঠক, সংঘাতের ‘মূল কারণ’ দূর করার পক্ষে পুতিন


ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তিন ঘন্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক। ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য কোনও চুক্তিতে পৌঁছাতে পারেননি তারা। তবে ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি সংঘাতের অবসান চান। তার আগে সংঘাতের ‘মূল কারণগুলো’ দূর করতে হবে। এই ‘মূল কারণ’ কী সে ব্যাপারেও বিস্তারিত কিছু বলেননি পুতিন।
এদিকে, যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চুক্তিটি চূড়ান্ত করতে ইউক্রেনকে রাজি হতে হবে। এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘‘আমি অবশ্যই সংঘাতের অবসান চাই। ইউক্রেন ও ইউরোপীয় নেতারা যেন এই শান্তি প্রক্রিয়ায় ‘বাধা সৃষ্টি’ না করে, সেটা চাই আমি।’’
ট্রাম্প আরও বলেন, ‘আজকের আলোচনা কেবল ইউক্রেন সমস্যার সমাধানই নয়, বরং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ব্যবসায়িক ও বাস্তববাদী সম্পর্ক পুনরুদ্ধারের ভিত্তি হয়ে উঠবে বলে আমি আশা করি।’
আলাস্কায় আঙ্করেজের এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটিতে দীর্ঘ এ বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন যৌথ সংবাদ সম্মেলন করেন। সংক্ষিপ্ত বক্তব্যে দুই নেতা বলেছেন, কিছু বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে কোন কোন বিষয়ে অগ্রগতি হয়েছে তাও খোলাসা করেননি তারা। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্নও তারা নেননি।
যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আজ আমাদের খুব ভালো একটা বৈঠক হয়েছে। আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। তবে কয়েকটি বড় বিষয়ে আমরা এখনও পুরোপুরি মতৈক্যে পৌঁছাতে পারিনি। তবে কিছুটা অগ্রগতি হয়েছে। তিনি বলেন, বৈঠক ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে। তবে চূড়ান্ত লক্ষ্যে ‘পৌঁছানো যায়নি’। চুক্তি তখনই হবে, যখন সমঝোতা হবে।
ট্রাম্প আরও বলেন, ‘আমি চাই ইউক্রেনে মানুষের মৃত্যু বন্ধ হোক। যতক্ষণ পর্যন্ত চুক্তি না হচ্ছে, ততক্ষণ কোনো চুক্তি নেই, তবে আমরা অনেকখানি অগ্রগতি করেছি।’
বৈঠকের পর ফক্স নিউজকে ট্রাম্প তিনি বলেছেন, ‘এখন এটি সম্পন্ন করার দায়িত্ব মূলত প্রেসিডেন্ট জেলেনস্কির। আমি বলব, ইউরোপীয় দেশগুলোকেও কিছুটা জড়িত হতে হবে। তবে মূল দায়িত্ব প্রেসিডেন্ট জেলেনস্কির। তারা যদি চায়, আমি আগামী বৈঠকে উপস্থিত থাকব। আমার ধারণা, তারা এখন প্রেসিডেন্ট জেলেনস্কি, প্রেসিডেন্ট পুতিন ও আমার মধ্যে বৈঠকের আয়োজন করতে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। এতে ইউক্রেনকে রাজি হতে হবে। বেশ গুরুত্বপূর্ণ এক-দুটি বিষয়ে একমত হতে হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এখন এই চুক্তি সম্পন্ন করার দায়িত্ব মূলত জেলেনস্কির।