পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২০তম ব্যাচের শিক্ষার্থী সাদ্দাম হোসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। ব্যক্তিজীবনে সাদ্দাম একটি কন্যা সন্তানের জনক।
মঙ্গলবার বিকেলে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১৫ জানুয়ারি ঢাকার উত্তরায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান সাদ্দাম। সঙ্কটাপন্ন অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যালে ও পরে ধানমণ্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন সাদ্দাম।
গত রোববার রাতে তার মাথায় অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপর তার অবস্থা স্থিতিশীল থাকলেও মঙ্গলবার দুপুর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ বকুল। এক শোকবার্তায় সাদ্দামের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এছাড়াও সাদ্দামের মৃত্যুশোকে কাতর তার সহপাঠীসহ বিভাগের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীরা। তার মৃত্যু সংবাদ জানার পর তাকে দেখতে হাসপাতালে ছুটে যান ঢাকায় অবস্থানরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাতে সাদ্দামের মরদেহ গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপাড়ায় নেওয়া হবে। বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন বুধবার জানাজা শেষে তাকে দাফন করা হবে।