সময়ের জনমাধ্যম

শেষ হলো রাজশাহীর তানোর-গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার

রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল সোমবার। এদিন উৎসবমুখর পরিবেশে প্রচারণায় অংশ নিয়েছেন প্রার্থীরা। সোমবার তানোরের গোল্লাপাড়া বাজার মাঠে বিকেল পাঁচটায় কাপ পিরিচ প্রতীকের চেয়্যারম্যান পদপ্রার্থী লুৎফর হায়দার রশীদ নির্বাচনী সমাবেশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। জনসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এছাড়াও রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলার মোট ভোটার এক লাখ ৬৬ হাজার ১৭৩ জন। আট মে ৬১টি ভোট কেন্দ্রে তারা ভোট দিবেন।

এদিকে, গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার দুই লাখ ৮১ হাজার ১৬০ জন। মোট ১০৭টি তারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।