শিশুদের জন্য ম্যাডোনার ব্যাকুলতা, পোপকে গাজা সফরের আহ্বান


শৈশব থেকেই রোমান ক্যাথলিক ধর্মের অনুসারি মার্কিন পপ তারকা ম্যাডোনা। তিনি নবনিযুক্ত পোপকে গাজা উপত্যকায় গিয়ে ফিলিস্তিনিদের দুর্দশা নিজের চোখে দেখার আবেদন জানিয়েছেন।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে চূড়ান্ত মানবিক সংকট দেখা দিয়েছে। এমন বাস্তবতায় খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিওকে মানবিক মিশনে গাজা সফরের অনুরোধ করেছেন মার্কিন পপ তারকা ম্যাডোনা। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সিএনএন।
সোমবার ইনস্টাগ্রামে পোপকে ‘হোলি ফাদার’ বলে সম্বোধন করে ম্যাডোনা পোপের উদ্দেশে লিখেন, ‘বেশি দেরি হয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে গাজায় যান। একজন মা হিসেবে আমি তাদের দুর্দশা আর সইতে পারছি না। শিশুদের দেখভাল করার দায়িত্ব গোটা বিশ্ববাসীর ওপর বর্তায়। আপনিই আমাদের মধ্যে একমাত্র মানুষ যিনি বিনা বাধায় সেখানে যেতে পারবেন।’
ম্যাডোনা আরও লিখেন, ‘নিষ্পাপ শিশুদের বাঁচাতে মানবিকতার দুয়ার পুরোপুরি খুলে দিতে হবে। আর সময় নেই। অনুগ্রহ করে আপনার সফর নিশ্চিত করুন। আপনি সেখানে যান।’
পোস্টে ম্যাডোনা বলেন, ‘রাজনীতির মাধ্যমে যে পরিবর্তন আসে না, জাগ্রত বিবেকের মাধ্যমে তা আসতে পারে।’
নিজের সন্তান রক্কো’র জন্মদিন উপলক্ষে পোস্টটি প্রকাশ করেন ম্যাডোনা। জানান, ‘আমার সন্তানের জন্য জন্মদিনের সেরা উপহার হবে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে গাজায় (হামাস-ইসরায়েলের) ক্রসফায়ারের মধ্যে পড়ে যাওয়া নিষ্পাপ শিশুদেরকে বাঁচাতে এগিয়ে আসেন।’
ম্যাডোনা বলেন, ‘আমি কারো দিকে আঙুল তুলছি না। কাউকে দোষারোপও করছি না বা কারও পক্ষও নিচ্ছি না। সবাই দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। মায়েরা কষ্ট পাচ্ছে, জিম্মিরাও কষ্ট পাচ্ছে। প্রার্থনা করি, তারা মুক্তি পাক।’
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর গত মে মাসে পোপের দায়িত্ব পান লিও। শুরু থেকেই তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে এসেছেন। তিনি ইসরায়েলি হামলার মুখে ফিলিস্তিনি বেসামরিক মানুষের দুর্দশা নিয়ে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছেন।
গত জুলাইয়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পোপ বলেন, ‘আমি গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির দিকে গভীর উদ্বেগ নিয়ে নজর রাখছি। সেখানে বেসামরিক মানুষরা তীব্র খাদ্য সংকটে ভুগছে। তারা সহিংসতা ও মৃত্যুর কাছে অসহায়।’
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী—২০২৩ সালের অক্টোবরে থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৮ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৪৩০।