সময়ের জনমাধ্যম

শিক্ষার্থীদের মানসিকতায় পরিচ্ছন্ন হওয়ার আহ্বান কুবি ভিসি’র

দ্যালয় ক্যাম্পাস নিয়মিত পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। শিক্ষার্থীদের তিনি বলেছেন, ‘আমি চাই শিক্ষার্থীদের মনও পরিষ্কার হোক, যাতে করে তারা বিশ্বের দরবারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে উপস্থাপন করতে পারে।’

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন কুবি উপাচার্য।

উপাচার্য শিক্ষার্থীদের বলেন, শুধু আজকের জন্য না সবসময়ের জন্য তোমার ক্যাম্পাসকে পরিষ্কার রাখবা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রক্টর কাজী উমর সিদ্দিকী, ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড. মো. হাবিবুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিএনসিসি’র সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।