সময়ের জনমাধ্যম

শান্ত’র ব্যাক টু ব্যাক সেঞ্চুরি

ক্যারিয়ারের প্রথম ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের ব্যাটিং করছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসের শতক তুলতে শান্ত খেলেছেন মাত্র ১১৫টি বল। রীতিমতো ওয়ানডে স্টাইলে আফগান বোলারদের পিটিয়েছেন টাইগার তরুণ তুর্কী।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একই টেস্টের উভয় ইনিংসেই সেঞ্চুরি করলেন শান্ত। এর আগে এক টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। শান্তর এই সাফল্যের দিনেও মুমিনুলও মাঠে ছিলেন তার ব্যাটিং পার্টনার হয়ে।

দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে দ্বিতীয় শতকের ঘরে পৌঁছান শান্ত। এসময় ড্রেসিংরুম থেকে অভিবাদন জানান কোচ ও সতীর্থরা।

২০১৮ সালের ৩১ জানুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ ও ১০৫ রানের দুটি ইনিংস খেলেন মুমিনুল।