শাদি মোবারক নিয়ে ফের একসাথে তারা জিনজন


মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসানের একসাথে অভিনয় মানেই তুমুল হাসির উপলক্ষ্য। তিন তুখোড় অভিনেতা বেশ কিছু নাটকে একসঙ্গে কাজ করেছেন। দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে সেসব নাটক। আবার একসাথে অভিনয় করবেন তিন অভিনেতা।
শামীম জামানের নির্মাণে একসঙ্গে আসছেন পর্দায় তারা। তার নির্মাণে এর আগেও বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিন তারকা অভিনেতা।
‘শাদি মোবারক’ নামে এই ধারাবাহিকটি রচনা করছেন আহাম্মেদ শাহাবুদ্দিন। শুটিং শেষ হয়েছে গত বছরের নভেম্বরে। জানা গেছে, ৩ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে দেখা যাবে ধারাবাহিকটি।
নাটকে তাদেরকে দেখা যাবে তিন ভাইয়ের চরিত্রে। বড় ভাইয়ের বিয়ে না হওয়ায় আটকে থাকে মেজো ও ছোট ভাইয়ের বিয়ে। এ নিয়ে যত বিপত্তি আর হাসির কাণ্ড ঘটতে থাকে নাটকে।
‘শাদি মোবারক’ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন মিম চৌধুরী, রোবেনা রেজা জুঁই, জয়রাজ প্রমুখ।