সময়ের জনমাধ্যম

শহিদ জগৎজ্যোতি দাসের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

sdr

মহান মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনী দাস পার্টির কমান্ডার শহিদ জগৎজ্যোতি দাসের ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় সুনামগঞ্জ সরকারি কলেজ শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নেতৃবৃন্দ।

এসময় শহীদ জগৎজ্যোতি দাসের দেশের জন্য আত্মত্যাগ ও তাঁর কর্মময় জীবনের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন, শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি সুনামগঞ্জের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, সহ-সভাপতি কবি ও লেখক সুখেন্দু সেন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সুনামগঞ্জ সহকারি কলেজের অধ্যাপক আব্দুর রকিব তারেক, শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সদস্য ও সাংবাদিক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সদস্য অ্যাডভোকেট সবিতা চক্রবর্তী প্রমুখ।

১৯৭১ সালের ১৬ নভেম্বর সুনামগঞ্জ সরকারি কলেজের তৎকালীন ছাত্র জগৎজ্যোতি দাসসহ চারজনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানী দোসররা। এই চার শহীদ শিক্ষার্থীর সম্মানে নব্বইয়ের দশকে স্মৃতিফলক নির্মাণ করে সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ।