সময়ের জনমাধ্যম

শত প্রতিকূলতার মাঝেও শেখ হাসিনার পাশে থাকব: মতিয়া চৌধুরী

ঝড় বৃষ্টি আঁধার রাতে শেখ হাসিনার পাশে থাকার যে আশ্বাস আমরা দিয়েছিলাম, সে আশ্বাস আমরা মনে রেখে তার পাশে সব সময় থাকব। দলের নেতা কর্মীদেরও এ কথা মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বেগম মতিয়া চৌধুরী, এমপি।

মঙ্গলবার সকাল ১১টায় ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত এ আলোচনা সভায় যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল বলেন, ১৯৮১ সালে ১৭ মে শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই, দেশে গণতন্ত্র ফিরে এসেছে, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। ১৭ মে দিনটি বাঙালি জাতির ভাগ্য নির্ধারণের দিন, গণতন্ত্র পুনরুদ্ধারে দিন।
বঙ্গবন্ধুর হত্যাকারী খুনি জিয়া সেদিন ধানমন্ডি ৩২ নং বাড়িতে শেখ হাসিনাকে প্রবেশ করতে দেয়নি। শেখ হাসিনা পথে বসেই পিতা ও দেশের মানুষের জন্য খোদাতায়ালার কাছে দোয়া করে শপথ নিয়েছিলেন। সেদিন শেখ হাসিনা শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশ বিনির্মাণে মনোনিবেশ করেছিলেন।

নিখিল আরও বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী পাকিস্তানের গুপ্তচর। মার্কিনরা বাংলাদেশের বিরুদ্ধে ছিল, আজও সেই জায়গায় আছে। তাদের কাছে নালিশ করে বিএনপি। মার্কিনদের সহায়তা নিয়ে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরও আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিখিল আরও বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশ বিরোধী শক্তি। বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করার জন্য বিগত দিনের মতো যুবলীগ রাজপথে থাকবে।
যত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম সব আন্দোলনে যুবলীগ রাজপথে থেকেছে। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে যুবলীগ প্রস্তুত। কোন আঘাত আসলে প্রতিঘাত করা হবে।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন জাকির, সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন।