লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামতে চান ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ফুটবলার সামিত সোম। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিজেই এ বিষয়ে নিশ্চিত করেছেন এই মিডফিল্ডার। এরইমধ্যে সামিতের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাফুফে।
গণমাধ্যমকে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সামিত জানিয়েছে, সে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। এখন সে জানতে চেয়েছে, পাসপোর্ট করার প্রক্রিয়াটা কীভাবে হবে, কত সময় লাগবে।’

আগামী ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচ। তার আগেই সামিতের জন্য যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় বাফুফে। সামিতের এজেন্ট অমিত হাসান জানিয়েছেন, ‘আমরা আশাবাদী জুনেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হবে সামিতের।’
সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় হলেও তার বাবা মানস সোম ও মা নন্দিতা সোম বাংলাদেশের সিলেট অঞ্চলের মানুষ। কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলেন সামিত। দেশটির জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ এবং বয়সভিত্তিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। তবে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ না খেলায় ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দল পরিবর্তনের জন্য তেমন কোনো জটিলতা নেই তার।
বর্তমানে সামিতের জন্ম নিবন্ধন তৈরির কাজ চলছে। এজেন্ট অমিত হাসান জানিয়েছেন, ‘সামিতের বাবা-মা ১৯৯৩ সালের পর আর পাসপোর্ট রিনিউ করেননি। তাই তাদের এবং সামিতের নতুন পাসপোর্ট তৈরি করতে হবে। আশা করছি রোববার, সোমবার বা মঙ্গলবারের মধ্যে জন্ম নিবন্ধন পেয়ে যাব। এরপরই সে কানাডায় বাংলাদেশের দূতাবাসে যাবে পাসপোর্ট করতে।’