লালকেল্লার কঠোর নিরাপত্তা ভেঙে প্রবেশের চেষ্টা, দিল্লিতে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি


ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশটির রাজধানী দিল্লির লালকেল্লায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে প্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) দিল্লি পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, লালকেল্লার অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টের কাছে কর্তব্যরত পুলিশ দল এই পাঁচ অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর জেলা) রাজা বান্থিয়া বলেন, ‘৪ আগস্ট পুলিশ সদস্যরা এই পাঁচজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে তারা প্রায় তিন থেকে চার মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করছিল।’
জিজ্ঞাসাবাদ চলাকালীন গ্রেপ্তারকৃতরা ভারতে প্রবেশের কোনো বৈধ নথি দেখাতে পারেনি। যদিও তাদের কাছ থেকে বাংলাদেশি নথি উদ্ধার করা হয়েছে, তবে পুলিশ জানিয়েছে, তাদের গতিবিধি বা কাছে থাকা কোনো বস্তুর মধ্যে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তারা দাবি করেছে যে, লালকেল্লা জনসাধারণের জন্য বন্ধ থাকার বিষয়টি তারা জানত না।
কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলো এখন ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনার পর ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করা হচ্ছে।