রুদ্ধশ্বাস ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে নবম কোপা আমেরিকা জিতল ব্রাজিল


নাটকীয় ফাইনালের মধ্য দিয়ে নারীদের কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিল ব্রাজিল। রুদ্ধশ্বাস ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করল তারা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ৪-৪ গোলে সমতায়। এই জয়ের মধ্য দিয়ে নারীদের ফুটবলে ব্রাজিলের একচ্ছত্র আধিপত্য আবারো প্রমাণিত হলো।
শিরোপা নির্ধারণী ম্যাচে তিনবার এগিয়ে গিয়েছিল কলম্বিয়া। তবে প্রতিবারই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। কিংবদন্তি মার্তার ম্যাজিকে ম্যাচের শেষ মুহূর্তে ৩-৩ গোলে সমতা আসে, যা ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়। সেখানেও নাটকীয়তার কোনো কমতি ছিল না। ১০৫ মিনিটে মার্তার দারুণ গোলে ব্রাজিল ৪-৩ গোলে এগিয়ে গেলেও সমতায় ফিরতে সময় নেয়নি কলম্বিয়া। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানেও ছিল চূড়ান্ত নাটকীয়তা। ব্রাজিলের অ্যাঞ্জেলিনা পেনাল্টি মিসে যখন হতাশ ব্রাজিলের সমর্থকরা ঠিক তখনই কলম্বিয়ার ম্যানুয়েলা পাভি এবং লরেনা লেইসি সান্তোস পেনাল্টি মিস করে বসেন। এরপর মার্তার সুযোগ ছিল জয় নিশ্চিত করার, কিন্তু তাপিয়ার সেভ শুটআউটকে সাডেন ডেথে নিয়ে যায়। শেষ পর্যন্ত কারবালির অবিশ্বাস্য মিসে শিরোপা নিশ্চিত হয় ব্রাজিলের।
খেলা শুরু থেকে উভয় দলই আক্রমণাত্মক ছিল। ২৫ মিনিটে কলম্বিয়ার লিন্ডা কাসেইডো স্কোর ১-০ এগিয়ে নিয়ে যান দলকে। ব্রাজিল সমতা ফেরায় একেবারে প্রথমার্ধের শেষ দিকে। স্পট কিক থেকে জাল কাঁপান অ্যাঞ্জেলিনা। দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে ব্রাজিলের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় কলম্বিয়া। ডিফেন্ডার তারাসিয়ানে নিজেদের জালে বল পাঠান। তার পরও হাল ছাড়েনি ব্রাজিল। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে দলকে সমতায় ফেরান গুইতেরেস। কিন্তু ৮৮ মিনিটে রামিরেজের প্রতি আক্রমণ থেকে পাওয়া গোল ব্রাজিলকে আবারও খাদের কিনারায় নিয়ে আসে। তবে যোগ হওয়া সময়ে মার্তার ম্যাজিক্যাল গোল ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায়.
শিরোপা জয়ের পর ব্রাজিলের আমান্ডা গুইতেরেস উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এটার মানে অনেক বড় কিছু। আমার মনে হয় এটাই ব্রাজিলের কাজ। যে মানসিকতা যে কখনও হাল ছেড়ে না দেওয়া। এটা ব্রাজিলের জন্য গর্বের বিষয়। এটা ব্রাজিলিয়ানদের জন্য অনেক বড় কিছু।’