সময়ের জনমাধ্যম

রিয়ালের পর মিলানের বিপক্ষেও জয় বার্সার

প্রাক-মৌসুম প্রস্তুতিটাও ভালই হলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। রিয়ালের সাথে এল ক্লাসিকোতে জয়ের পর এবার ইতালিয়ান ক্লাব এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। সফরে তিনটি ম্যাচ খেলার কথা থাকলেও ফুটবলারদের অসুস্থতার কারণে জুভেন্টাসের সাথে ম্যাচটি বাতিল হয়। এই ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করলো জাভি হার্নান্দেজের শিষ্যরা।

রিয়ালের বিপক্ষে শুরুর একাদশের সাতজনকে বেঞ্চে রেখে মিলানের বিপক্ষে দল সাজায় বার্সেলোনা। তবে তাতে খুব একটা ক্ষতি হয়নি কাতালানদের। আগামী মৌসুম শুরুর আগে একাদশের প্রায় সবাইকেই পরখ করে নিয়েছেন বার্সা কোচ জাভি। শিষ্যদের পারফর্ম্যান্সে সন্তুষ্টও হতে পারেন তিনি। শুরু থেকেই এসি মিলানের উপর চাপ সৃষ্টি করতে থাকে বার্সা। তবে ফিনিশিং এর অভাবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না স্প্যানিশ জায়ান্টরা। উল্টো ১৭ মিনিটে এগিয়ে যেতে পারতো এসি মিলানই। কিন্তু ২৪ বছর বয়সী গোলরক্ষক ইনিয়াকি পেনিয়ার দারুণ এক সেভে বেঁচে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে আনসু ফাতির দারুণ এক বাঁকানো শটে গোলের দেখা পায় বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবদে এজ্জালজুলির বদলি হিসেবে মাঠে নামেন ২০ বছর বয়সী ফাতি। লেফট ব্যাক আলেহান্দ্রো বালদের সাথে দারুণ এক বোঝাপড়ায় দলকে এগিয়ে দেন তিনি। ৫৫
মিনিটে বালদের পাস থেকে বল পেয়েই মিলানের পেনাল্টি বক্সের ভেতরে ঢুকে বাঁকানো শটে দূরের পোস্টে দিয়ে বল জালে পাঠায় ফাতি।

আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে লা লিগা। মৌসুম শুরুর আগে আরেক একটি ম্যাচ খেলবে বার্সা। হোয়ান গাম্পার ট্রফিতে তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব টটেনহাম। আগামী ৮ আগস্ট ঘরের মাঠেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতামূলক মৌসুম শুরু করার লক্ষ্য লা লিগা চ্যাম্পিয়নদের।