রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে ভারত: মন্তব্য ট্রাম্পের বিশেষ সহকারীর


রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে কার্যত অর্থায়ন করছে ভারত। ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফের করা এমন মন্তব্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ভারতের বিরুদ্ধে করা সবচেয়ে কঠোর সমালোচনাগুলোর মধ্যে অন্যতম।
রবিবার (৩ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ এবং প্রভাবশালী সহযোগী স্টিফেন মিলার বলেন, ‘প্রেসিডেন্ট খুব স্পষ্টভাবে বলেছেন, ভারতের কাছ থেকে এটা গ্রহণযোগ্য নয় যে তারা রাশিয়া থেকে তেল কিনে এই যুদ্ধে দেশটিকে অর্থায়ন করে যাচ্ছে।’
ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে মিলার আরও বলেন, ‘অনেকেই জেনে অবাক হবেন যে রাশিয়ার তেল কেনার দিক থেকে ভারত এখন চীনের সঙ্গে প্রায় সমান পর্যায়ে রয়েছে। এটা একটা চমকপ্রদ তথ্য।’
ভারত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হলেও, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নয়াদিল্লি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। বিশেষ করে, রাশিয়া থেকে কম দামে তেল কেনা অব্যাহত রেখেছে ভারত।
ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে গত শনিবার ভারত সরকারের একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, মার্কিন হুমকি সত্ত্বেও নয়াদিল্লি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না।
রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনার জেরে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প আরও হুমকি দিয়েছেন, রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে কোনো বড় ধরনের শান্তিচুক্তি না করে, তাহলে রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে।
তবে, মিলার তার সমালোচনার সুর কিছুটা নরম করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সম্পর্ক ‘চমৎকার’। এই ভালো সম্পর্কের কারণে ট্রাম্প তার সমালোচনা কিছুটা সংযত করেছেন।