সময়ের জনমাধ্যম

রাবি’র তিন শিক্ষার্থীর চোখ ক্ষতিগ্রস্ত, পাঠানো হচ্ছে ঢাকায়

স্থানীয়দের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত তিন শিক্ষার্থীর চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে। সোমবার সন্ধ্যায় একথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। তিনি বলেন, মঙ্গলবার সকালে তাদের ঢাকায় পাঠানো হবে।

আহত শিক্ষার্থীরা হলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেসবাহুল ইসলাম সায়েম, আইন বিভাগের শিক্ষার্থী আল আমিন ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিমুল সাকিব। তাদেরকে ভর্তির জন্য যাবতীয় কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, মেডিক্যালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করতে হাসপাতালে যাই। সেখানে অনেকেই এখন শঙ্কামুক্ত। অনেকে চিকিৎসা নিয়েও ফিরেছেন। তবে সংঘর্ষের সময় কিছু শিক্ষার্থী চোখে আঘাত পেয়েছেন। তাদের মধ্যে তিনজনের চোখের অবস্থা ভালো না। তাই ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে তাদের চিকিৎসা হবে।