সময়ের জনমাধ্যম

রাবিতে পীরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুরের পীরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহানা নাসরিন তানিয়াকে সভাপতি এবং পদার্থ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুন্নবী মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার সমিতির উপদেষ্টা ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. মো. আশরাফ-উজ-জামান নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মমিন সরকার, মারুফ হাসান মিলু, তৈয়্যবা আক্তার কেয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিমা জান্নাত আন্নি, রায়হান। সহ-সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার শিমলা, কোষাধ্যক্ষ সাইদ আহমাদ আজাদ, উপ-কোষাধ্যক্ষ মমিনুল সাংগঠনিক সম্পাদক শাহরিয়া নাঈম মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম, আবু তাহের, দপ্তর সম্পাদক তানজিনা আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক শাহান নাসরিন তানিয়া, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক সাকিনা-তুন-কানন, ক্রীড়া সম্পাদক রকিব হাসান ইমন।