রাতে জেদ্দায় রিয়াল-বার্সার মহারণ

আজ রাতে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের মহারণ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। জেদ্দার মহারণ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
রিয়াল মাদ্রিদ কোচ জাভি আলন্সোর জন্য এই ফাইনালটি ‘হয় এসপার নয় ওসপার’ পরিস্থিতি। গত জুনে দায়িত্ব নিলেও ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে এখনো পুরোপুরি সন্তুষ্ট করতে পারেননি জাভি।
ডিসেম্বরে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর তার চাকরি যেতে বসেছিল। কিন্তু টানা পাঁচ জয় তাকে সে যাত্রায় বাঁচিয়েছে। রাতে বার্সাকে হারিয়ে প্রথম শিরোপা জিততে পারলে অলন্সো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, অন্যথায় ছাঁটাইয়ের খড়গ নামতে পারে যেকোনো সময়।
রিয়ালের সবচেয়ে বড় সুসংবাদ হলো হাঁটুর চোট কাটিয়ে কিলিয়ান এমবাপ্পের দলে ফেরা। আরও এক সপ্তাহ পর ফেরার কথা থাকলেও পুরোপুরি ফিট এমবাপ্পে ফিরেছেন আগেই।
চলতি মৌসুমে ২৪ ম্যাচে ২৯ গোল করা এমবাপ্পে বার্সার বিপক্ষে ৫ ম্যাচে করেছেন ৬ গোল। তবে এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র এবং বেলিংহ্যামকে একসাথে খেলাতে গিয়ে দলের ভারসাম্য রক্ষা করা অলন্সোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে ফর্মের তুঙ্গে রয়েছে। গত মৌসুমে মাদ্রিদকে তারা চারবার হারিয়েছিল, যার মধ্যে এই জেদ্দাতেই সুপার কাপ ফাইনালে ৫-২ গোলের বড় জয় রয়েছে।
যদিও গত অক্টোবরে লা লিগা ক্লাসিকোতে আলন্সোর রিয়ালের কাছে ২-১ গোলে হেরেছিল কাতালানরা, আজ সেই হারের প্রতিশোধ নিয়ে শিরোপা ধরে রাখাই হবে লামিন ইয়ামাল-রাফিনহাদের মূল লক্ষ্য।
মাদ্রিদ শিবিরে বর্তমানে আলোচনার কেন্দ্রে দুই ব্রাজিলিয়ান। টানা ১৬ ম্যাচ গোলহীন থেকে ফর্মের তুঙ্গে থাকা ভিনিসিয়াস জুনিয়র কিছুটা চাপে থাকলেও, ডান প্রান্তে জ্বলে উঠেছেন রদ্রিগো।
গত ৫ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করে তিনি এখন আলন্সোর তুরুপের তাস। অন্যদিকে বার্সেলোনা কোচ এমবাপ্পেকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার মানলেও, তাঁর দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
বার্সেলোনার মার্ক-আন্দ্রে টের স্টেগেন, গাভি ও ক্রিস্টেনসেন চোটের কারণে দলে থাকছে না। তবে সেমিতে বদলি হিসেবে নেমে গোল করা লামিন ইয়ামাল ফিরছেন শুরুর একাদশে।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও এডার মিলিতাও মাঠের বাইরে। রুডিগার ও রদ্রিগো ফিটনেস টেস্ট পাশ করলে একাদশে ফিরবেন। মুখোমুখি ২৬১ লড়াইয়ের মধ্যে রিয়াল জিতেছে ১০৬টিতে, আর বার্সেলোনা ১০৪টিতে।
রাতের এই ‘এল ক্লাসিকো’ কি ফ্লিকের বার্সাকে আরও একটি শিরোপা এনে দেবে, না কি জাভি আলন্সোর রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়িয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে, উত্তর মিলবে জেদ্দার মরু প্রান্তরে।

















