সময়ের জনমাধ্যম

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রাবি শিক্ষার্থী নিহত

রাজশাহীর রাজাবাড়িতে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার বেলা তিনটার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ উসামা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। আহত দুইজন হলেন আলিম ইসলাম ও সাগর।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর বলেন, আমাদের এক শিক্ষার্থী বাইক এক্সিডেন্টে মারা গেছেন এমন খবর জানার সাথে সাথেই আমি মেডিকেলে যাই। মূলত হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের একজন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন। ইতোমধ্যে ওই শিক্ষার্থীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষ থেকে মৃত্যুসনদ নিয়েছে। আমরা তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছি।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, আজ দুপুর তিনটার দিকে রাজাবাড়ি এলাকায় একটি ট্রাকের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তিনজনকে আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে ওই শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। ঘাতক ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।