রাজশাহীর কাদিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার কোচিং সেন্টারের মালিক মোন্তাসেরুল আলম অনিন্দ্য, রবিন ও ফয়সালকে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচদিনের রিমান্ড মুঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন আদালত-২ এর বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম জানান, শনিবার রাতে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই রেজাউল করিম। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে।
রোববার দুপুরে তাদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এনিয়ে কোন মন্তব্য করতে চাননি আসামি পক্ষের আইনজীবীরা।